নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় কভার্ড ভ্যানের ধাক্কায় ওমর ফারুক শেখ (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের বাবা সিকান্দার শেখ ঢাকা পোস্টকে জানান, ফারুক একজন অটোরিকশা চালক ছিলেন। নারায়ণগঞ্জের বিসিক নগরীতে ভাড়া থাকত। সন্ধ্যার দিকে সে অটোরিকশা নিয়ে বের হয়। ফতুল্লা থানার বিসিক এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির কভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে রাস্তার পথচারীরা তাকে উদ্ধার করে প্রথম একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে আমরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বালাসুর গ্রামে। আমার তিন ছেলের মধ্যে ফারুক ছিল সবার বড়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএ