বোমা বিশেষজ্ঞ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বোম্ব টেকনিশিয়ানস অ্যান্ড ইনভেস্টিগেটরসে যুক্ত হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের ৩ টেকনিশিয়ান।

মঙ্গলবার (৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, সিটিটিসির ৩ বোমা বিশেষজ্ঞ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইএবিটিআই-এ যুক্ত হয়েছেন। সিটিটিসির বোমা বিশেষজ্ঞরা হলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ চৌধুরী, পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম পিপিএম ও সাব-ইন্সপেক্টর মো.রফিক উদ্দিন। ২০১৪ সালে তারা যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইএবিটিআই-এর সদস্যপদ পেতে প্রথমে আবেদন করতে হয়। আইএবিটিআই কর্তৃপক্ষ দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে তাদের প্লাটফর্মে অন্তর্ভুক্তির অনুমতি দেয়। এক্ষেত্রে প্রশিক্ষণ, পরিশ্রম ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়।

ডিএমপি আরও জানায়, সদস্যপদ লাভ করার পর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাংলাদেশকে আইএবিটিআই-এর অঞ্চল-৭ এ অন্তর্ভুক্তির আবেদন করেন। আইএবিটিআই কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই শেষে অঞ্চল-৭ এ বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করে।

আইএবিটিআই বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। এখন থেকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ৩ টেকনিশিয়ান বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন। বিশ্বব্যাপী বোমা ও আইইডি বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের আপডেট থাকার সুযোগ করে দিলো এ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

এমএসি/এমজে