ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর মোজাফ্ফর হোসেনকে।

বুধবার (১৭ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।

নাজমুল হক জানান, সকালে কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের দক্ষতার কারণে আইসিইউর রোগীদের দ্রুত সরাতে সক্ষম হই। তবে এখানে কেউ পুড়ে মারা যায়নি। আইসিইউতে ১৪ জন রোগী ছিল, কি কারণে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন মারা গেছেন। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ১২ নাম্বার বেড থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কর্তব্যরত নার্স সালমা আক্তার ঢাকা পোস্টকে জানান, আমি ডিউটি করছিলাম, ১২ নং বেডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দ্রুত সব রোগীদের সরিয়ে নিতে সক্ষম হই। আগুনে ১২ নাম্বার বেড পুড়ে গেছে।

আগুনে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ১১ নং বেডের আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮), ৯ নং বেডের কাজী গোলাম মোস্তফা (৬৬) ও কিশোর চন্দ্র রায় (৫৮)। এরইমধ্যে কিশোর চন্দ্র রায়ের মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।

অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর। কমিটিতে রয়েছেন একজন ডিডি, একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর।

বুধবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জেইউ/জেডএস