ছবি : সংগৃহীত

০৭ মার্চ ২০২৩।

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ও সমমনার পাশাপাশি ভিন্ন মতাদর্শের বিভিন্ন রাজনৈতিক পক্ষ ছিল। আন্দোলনে সক্রিয় ছাত্রসমাজের পাশাপাশি ছিল সাংবাদিক, অধ্যাপক, কবি, সাহিত্যিকসহ বুদ্ধিজীবীমহল। স্বাধীনতার সংগ্রাম বা তার প্রক্রিয়া প্রশ্নে এসব পক্ষের চিন্তা-ভাবনায় ভিন্নতা ছিল। সাধারণ মানুষেরও কারো কারো মধ্যে ছিল প্রশ্ন বা সংশয়। কিন্তু বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর প্রায় সবার ভাবনা একটি বিন্দুতে এসে মেলে। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা চালু হয় ২০১৮ সালের জানুয়ারিতে। সেই থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে কোনো আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পদায়ন হয়নি।

প্রথম আলো

চিকিৎসক কম, নানা সংকট

পাঁচ বছরে চিকিৎসকের অর্ধেক পদ শূন্য থেকেছে। মেডিকেল টেকনোলজিস্ট পদ পাঁচটি, কর্মরত রয়েছেন দুজন। আয়া পদ দুটি, দুটিই শূন্য।  এভাবেই চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এর বাইরে শুরু থেকেই পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়নি। নৈশপ্রহরীর পদও নেই। রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন >>> দুর্নীতি কি বন্ধ হবে? 

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্ফোরণে কারণ হিসেবে বলা হয়েছে, ‘জমে থাকা গ্যাস’। কিন্তু কোথা থেকে গ্যাস জমেছিল, সেটা গতকাল পর্যন্ত বের করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রথম আলো

আওয়ামী লীগ নেতার হাতে ভবনের নিয়ন্ত্রণ

গত রোববার বিস্ফোরণের পরপর ভবনটি পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু গতকাল সোমবার সকাল থেকে ভবনটির নিয়ন্ত্রণ নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম ওরফে লিটনের হাতে চলে গেছে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো বাংলাদেশিকে বৈধ পথে দেশটিতে বিনিয়োগের অনুমতি দেয়নি। তবু বাংলাদেশিরা অবৈধ উপায়ে অর্থ নিয়ে সেখানে সম্পদ কিনছে।

প্রথম আলো

দুবাইয়ে যেভাবে সম্পদ বাড়ছে বাংলাদেশিদের

বাংলাদেশের রেমিট্যান্স তথা প্রবাসী আয় সংগ্রহে ধারাবাহিকভাবে দ্বিতীয় শীর্ষ উৎস ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২০২০-২১ অর্থবছরে দেশটি এ তালিকার তৃতীয় স্থানে নেমে যায়, তার জায়গা দখল করে যুক্তরাষ্ট্র। এরপর আর হারানো স্থান ফিরে পায়নি দেশটি। কারণ, আরব আমিরাতের কয়েকটি শহর এরই মধ্যে হয়ে উঠেছে বাংলাদেশিদের বিনিয়োগের অন্যতম স্থান।

করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে যারা বাসায় চিকিৎসা নিয়েছে, তাদের তুলনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে নতুন করে ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়েছে।

কালের কণ্ঠ

হাসপাতাল ফেরত রোগীদের ডায়াবেটিস বেশি হচ্ছে

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আগে যাদের ডায়াবেটিস ছিল না, তাদের মধ্যে প্রতি এক হাজার জনে ১০ জন প্রতি মাসে নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।  আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে। এর কারণ অনুসন্ধানে আরেকটি গবেষণা শুরু হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন নিয়ন্ত্রণ করছে ১৩ পরিবার। জমি বিক্রি, রিসোর্ট তৈরি কিংবা সেখানে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান করতে গেলে লাগবে তাদের সুদৃষ্টি।

দেশ রূপান্তর

১৩ পরিবারের দখলে সেন্টমার্টিন

৫০ বছর ধরে তারা বলতে গেলে এলাকাটি শাসন করছেন। তাদের পেছনে আছেন উপজেলার প্রভাবশালীরা।  এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ ও ছোট ছোট দোকানপাটের মধ্যে বেশির ভাগেরই মালিক ওই ১৩ পরিবারের সদস্যরা। এক চেটিয়াত্বের কারণে যে যার মতো পারছে পর্যটকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। পর্যটকরা কারও কাছে প্রতিকার চাইতে পারছেন না।

আরও পড়ুন >>> জলবায়ু পরিবর্তন : তলিয়ে যেতে পারে বাংলাদেশের ১৩ শতাংশ ভূমি

মন্ত্রণালয়, সংস্থা ও প্রকল্প পরিচালকের দায়িত্বহীনতায় নিষেধাজ্ঞার কবলে পড়েছে ৩৩৮টি উন্নয়ন প্রকল্প। ২০২২ সালের ডিসেম্বর মাসে এসব প্রকল্পের মেয়াদ শেষ হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণে সময় বাড়ানো হয়নি।

যুগান্তর

নিষেধাজ্ঞার কবলে ৩৩৮ প্রকল্প

প্রকল্পের মেয়াদ বৃদ্ধি কিংবা সংশোধন ছাড়া কোনো খরচ করা যাবে না। গত ১ মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক থেকে এ নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সীমা অক্সিজেন প্লান্টের বিরুদ্ধে মামলা; গায়েবি মামলা দিচ্ছে সরকার; আদানির অর্ধেক দামে ভারত থেকে বিদ্যুৎ আমদানি সম্ভব; ছাত্রলীগের বিরুদ্ধে হলে আসন বরাদ্দ দেওয়ার অভিযোগ; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।