কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

৩৮ বছর আগে প্রেসিডেন্ট বাবা পিয়েরে ট্রুডোর সঙ্গে বাংলাদেশে এসেছিলেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় সেই দিনটিই স্মরণ করলেন কানাডার প্রধানমন্ত্রী।

জানালেন, বর্তমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্রে অভিভূত হওয়ার কথা। ট্রুডো বলেন, ‘১৯৮৩ সালে বাবার সঙ্গে বাংলাদেশ সফর করেছিলাম। আমার সেই সফরের সঙ্গে তুলনা করলে, বর্তমান বাংলাদেশের অনেক পরিবর্তন সাধিত হয়েছে। বিগত ৫০ বছরে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, দারিদ্র্য বিমোচনে, শিক্ষা, স্বাস্থ্যসহ আরও বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নতি করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক ও আর্থ-সামাজিকভাবে অনেক দূর এগিয়েছে। কানাডা সবসময় বাংলাদেশের পাশে ছিল। অংশীদার হিসেবে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে কানাডা অবদান রেখেছে।’

কানাডার প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ‘আজকের এই বাংলাদেশের ভিত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গড়া।’ বঙ্গবন্ধু প্রসঙ্গে ট্রুডো বলেন, ‘বাংলাদেশ আজ যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলেন বলেই। তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার অবদান বা উৎসর্গের কারণেই আজকের এ বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সূচনা করেছিলেন। সেই সম্পর্ক এই সময়ের মধ্যে আরও দৃঢ় হয়েছে।’

এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের মানুষকে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান ট্রুডো।

এনআই/এফআর