পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়াং জিয়াওকুন। সাক্ষাতে তারা বহুপাক্ষিক মানবাধিকার বিষয়ে আলোচনা এবং সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতায় জোর দিয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার বাংলাদেশ-চীন ঢাকায় বহুপাক্ষিক মানবাধিকার ইস্যুতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছে। চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইয়াং জিয়াওকুন এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক ইসলাম শাতিল।

উভয় পক্ষ জাতীয় মানবাধিকার দর্শন ও অর্জন, চলমান উন্নয়ন এবং জাতিসংঘের বহুপাক্ষিক ফোরামে মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ঢাকা-বেইজিং জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতাকে আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে ঢাকা-বেইজিং জাতিসংঘের সনদের দৃঢ় আনুগত্য বজায় রাখার বিষয়ে নিজস্ব নীতিগত অবস্থান ব্যক্ত করে এবং বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে।

এনআই/এসকেডি