রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্র প্রধান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রণয়নই যথেষ্ট নয়; প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। তিনি আরও বলেন, তাই আইন প্রয়োগ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তা দূর করতে হবে।

রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইনকানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ নেওয়াার জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

/এসএসএইচ/