চট্টগ্রামের সাতকানিয়ায় গহীন অরণ্যে থেকে একজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) রাতে উপজেলার মাদার্শা ইউনিয়ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটির পাশ থেকে রাসেল নাথ নামের একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ওই পরিচয়পত্রের সূত্র জানা গেছে, রাসেল চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার অজিত কুমারের ছেলে। তার জন্ম ১৯৯৭ সালে। 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেন, রাসেল নাথের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ যেখানে পাওয়া গেছে, সেখানে হাতির চলাচল রয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, হাতির আক্রমণে তিনি মারা গেছেন। তার মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/কেএ