গ্রামীণ টেলিকম ট্রাস্টের সব কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পাঁচ শতাংশ লভ্যাংশ ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

ট্রাস্টের কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের শ্রম আইন অনুযায়ী, প্রতিষ্ঠানের বাৎসরিক লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকের অংশ। যা বিদ্যমান আইন অনুযায়ী পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

গ্রামীণ টেলিকম ট্রাস্টে প্রায় ৪ থেকে ৮ বছর ধরে কাজ করা সাবেক কর্মকর্তারা গত এক বছর ধরে তাদের প্রাপ্য পাঁচ শতাংশ পাওনা পরিশোধের জন্য লিখিত ও মৌখিক আবেদন করে আসছেন। কিন্তু গ্রামীণ টেলিকম ট্রাস্টের বর্তমান ট্রাস্টি এই পাওনা পরিশোধে নীরবতা পালন করছেন, যা শ্রম আইনের লঙ্ঘন।

এসময় তারা প্রাপ্য লভ্যাংশ পরিশোধ করতে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসের প্রতি দাবি জানান।

ওএফএ/কেএ