রাজধানীর রামপুরায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা থেকে পড়ে রাফসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রামপুরার সালামবাগ মসজিদের পাশে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ছাত্র মারা যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিশুটি সালামবাদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বিকেলে পাশের একটি বাসার আটতালা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, শিশুটি পরিবারের সঙ্গে পূর্ব রামপুরার ২১৬/১ বাসায় থাকত। তাদের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার গঙ্গাপুর গ্রামে। তার পিতার নাম আব্দুর রবি।

এসএএ/কেএ