স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা / ছবি : পিএমও

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান তারা।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে প্রথমে রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এসময় সশস্ত্র বাহিনীর একটি দল অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলের নেতারা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পরে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

এমএসআই/ওএফ