ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের সব মসজিদে এ দোয়া করার জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে। ধর্ম প্রতিমন্ত্রী জুমার নামাজ ও মোনাজাতে অংশ নেবেন।

এর আগে বুধবার (১৭ মার্চ) ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ১০০ বাব কোরআন খতম করা হয়। ওইদিন বাদ যোহর দেশের সব মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী।

দোয়া ও মোনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ সচিব), ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনএম/এসএসএইচ