রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকায় ইফতারের সময় সাবির আহমেদ নামে ছয় মাসের এক শিশুর গলায় আপেল আটকে মৃত্যু হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের সবাই একসাথে ইফতারি খেতে বসি। সাবিরও সোফায় বসা ছিল। সবাইকে খেতে দেখে ও আপেলের ছোট একটি  টুকরা বাটি থেকে নিয়ে মুখে দেয়। পরে আপেলের টুকরা তার গলায় আটকে যায়। দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সবুজবাগ থেকে এক শিশুর গলায় আপেল আটকে গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসএএ/ওএফ