করোনার কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। দীর্ঘ দুই বছর ব্যবসা করতে পারিনি। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই ঝুঁকি, সেই ক্ষতি কাটিয়ে আবার যখন ঘুরে দাঁড়িয়েছি তখন আজ আবার আগুন। আগুনে আজ সব শেষ। 

এভাবে আহাজারি আর গগনবিদারী কান্নায় একথা বলেন বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটের ব্যবসায়ী মইনুদ্দিন। 

আহাজারি করতে করতে এ ব্যবসায়ী বলেন, বঙ্গ মার্কেটে তার পাইকারি দোকান। নিজের চোখে দেখেছি সব শেষ হয়ে যেতে। তারপাশেই এনেক্স টাওয়ার। যেখানে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে আগুন। এনেক্স টাওয়ারে রয়েছে বিদেশি গেঞ্জির গোডাউন। সেখানেও লেগেছে আগুন।

এনেক্স টাওয়ারের সামনে দোলন গার্মেন্টসের মালিক মইনুদ্দিন ঢাকা পোস্টে বলেন, ২০ বছরের ব্যবসা আমার এই বঙ্গ মার্কেটে। করোনাকালে দুই বছর ব্যবসা করতে পারিনি। করোনা পরিস্থিতি কেবল স্বাভাবিক হয়েছে। মাত্র ঘুরে দাঁড়িয়েছি। ঈদের বাজার কেবল জমে উঠেছে। আশায় ছিলাম ব্যবসাটা এবার গুছিয়ে নেবো, পুষিয়ে যাবে ক্ষতি। কিন্তু আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। দেখা ছাড়া উপায় নাই। মার্কেট জ্বলছে, দোকান জ্বলছে, জ্বলছে আমার গোডাউন, আমার সব শেষ।

ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, আমার গোডাউনেই রয়েছে মিনিমাম কোটি টাকার মাল। ১৮৫ দোকান আমার। পুরোটা এইবারই ডেকোরেট করছি। ব্যবসাটা আর করতে পারবো না।

জেইউ/জেডএস