ঢামেকে রাখা মো. সাগর হোসেনের মরদেহ

রাজধানীর ডেমরায় ভবন থেকে পড়ে মো. সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) দুপুর ৩টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. সাগর হোসেন স্টেইনলেস স্টিলের (এসএস) মিস্ত্রী ছিলেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সমসাবাদ এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। নিহতের সহকর্মী সুরুজ মিয়া ঢাকা পোস্টকে বলেন, ডেমরা থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের জন্য কিছু ‍স্টিলের মালপত্র দুপুর দেড়টার দিকে ভ্যানে করে আসে।  সেগুলো আমরা দ্বিতীয় তলায় উঠাচ্ছিলাম। আরেকজন শ্রমিককে সঙ্গে নিয়ে আমি নিচে ছিলাম। স্টিলের বার উপরে উঠানোর সময় পাশেই বিদ্যুতের তারে লাগলে সাগর ছিটকে নিচে পড়ে যায়।  গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনসপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাটি জানার পর ডেমরা থানাকে অবহিত করেছি। তারাই তদন্ত করে দেখবে।

এসকেডি