রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগের মৎস্য ভবন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় এক পথচারী অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আবদুল লতিফ নামে এক পথচারী মৎস্য ভবন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, আমরা ঘটনাটি শাহবাগ থানাকে জানিয়েছি। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
ওএফ/এমএমজে
বিজ্ঞাপন