করোনাভাইরাস নিয়ন্ত্রণে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ৩০ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২০ মার্চ) জেলা প্রশাসনের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধান না করার কারণে ৩০ জনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সমুদ্র সৈকত এলাকায় মাস্কও বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, করোনার সংক্রমণ বাড়ার মধ্যেও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনগুলোতে দর্শনার্থীরা ভিড় করছেন। যেহেতু করোনার সংক্রমণের হার বাড়ছে, পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে, তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তিন জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন সৈকত এলাকায়। এসময় মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আর মাস্ক না থাকার কারণে ৩০ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ থেকে মাইকিং করে বিনোদন কেন্দ্রগুলোতে না আসতে জনগণকে নিরুৎসাহিত করা হচ্ছে। পতেঙ্গা সৈকতেও মানুষকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে সকালে নগরীর আগ্রাবাদ ও জিইসি এলাকায় অভিযান পরিচলনা করে যারা মাস্ক পরিধান করেননি তাদের সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া মাস্কও বিতরণ করা হয়।  

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের। এর মধ্যে নগরীর ১৬৯ জন, উপজেলার ৩১ জন।

কেএম/জেডএস