চট্টগ্রামের আনন্দবাজার (নিউমুরিং)-এ ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড সাবস্টেশনের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে জিআইএস কন্ট্রোল বিল্ডিংয়ের ১০৭টি পাইলের মধ্যে ৬৬টি পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

পিজিসিবির গৃহীত ‘এক্সপেনশন অ্যান্ড স্ট্রেন্থেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার চট্টগ্রাম এরিয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় সাবস্টেশনটি নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থা এআইআইবি, বাংলাদেশ সরকার এবং পিজিসিবির সম্মিলিত অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সাবস্টেশন নির্মাণের কাজ যথাসময়ে শেষ করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত পিজিসিবির কর্মকর্তাদের তত্ত্বাবধানে টার্নকি ঠিকাদারের কর্মীরা কাজ করে যাচ্ছেন।

ওএফএ/এফকে