রুচিশীল পোশাকের সমারোহ নিয়ে এলো ডব্লিউএফআর
যাত্রা শুরু করেছে ‘হোলসেল ফর রিটেইলের’ (ডব্লিউএফআর)
তৈরি পোশাক শিল্পের খুচরা বিক্রেতাদের জন্য আধুনিক ও রুচিশীল সব পণ্যের ‘ওয়ান স্টপ’ সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘হোলসেল ফর রিটেইলের’ (ডব্লিউএফআর)।
শনিবার (২০ মার্চ) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে অবস্থিত শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
এ সময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম একটি রফতানি শিল্প। বিদেশের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরেও এর একটি বিশাল বাজার রয়েছে। ডব্লিউএফআর তৈরি পোশাকের খুচরা বিক্রেতাদের জন্য একটি অভিনব উদ্যোগ, যেখানে একজন বিক্রেতা যানজট এড়িয়ে, চলমান করোনা সংক্রমণ রোধ করে এবং সময় বাঁচিয়ে কাঙ্ক্ষিত সব পণ্য এক জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে ডব্লিউএফআরের উদ্যোক্তা ও ফ্যাশন-১ এর চেয়ারম্যান মলয় কুমার দেবদাস বলেন, আমরা গত ১৭ বছর ধরে তৈরি পোশাক শিল্প রফতানি করে আসছি। এই দীর্ঘ পথ-পরিক্রমায় আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের খুচরা পোশাক বিক্রেতাদের জন্য একটি ‘ওয়ান স্টপ’ সরবরাহ কেন্দ্র খুবই দরকার। এটি বড় বড় শহরের পাশাপাশি মফস্বলে থাকা ক্রেতাসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই চিন্তা-ভাবনা থেকেই ডব্লিউএফআর যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ, আর্টিসান আউটফিটার্সের চেয়ারম্যান অনিতা গমেজ ও ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, ডিএমপির উত্তরা জোনের এডিসি মো. কামরুজ্জামান সরদার, দক্ষিণখানের এডিসি এএসএম হাফিজুর রহমানসহ আরও অনেকেই।
এআর/এমএইচএস