বুধবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এজন্য সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন যে সূচি প্রকাশ করেছে, তাতে ১৪ এপ্রিল প্রথম রোজার দিনে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ইফতার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, ‘সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।’

এনএম/এনএফ