উদ্বেগ বাড়াচ্ছে ব্রি ২৮ ও ২৯ ধান
ছবি : সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
আজ চৈত্র সংক্রান্তি, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষদিন। বাংলা বছরের সর্বশেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি বলা হয়। আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩০। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান ও ভূত তাড়ানোর মধ্যদিয়ে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তি।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। বিশেষ করে গাজীপুর, বরিশাল ও সিলেট-এ তিন সিটিতে দলীয় প্রার্থীর চাপ রয়েছে। গাজীপুরে সর্বোচ্চ ১৭ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী মাঠে আছেন। সিলেটে আছেন ১০ জন। আর বরিশাল সিটি নির্বাচনে সাতজন আওয়ামী লীগের ফরম কিনেছেন।
বিজ্ঞাপন
যুগান্তর
‘ঘরের প্রতিদ্বন্দ্বী’ নিয়ে চিন্তা আ.লীগের
১৫ এপ্রিল শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
আরও পড়ুন >>> নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়
ছয় বছরে দেশের দারিদ্র্যের হার আরও কমেছে। এখন সার্বিক দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। ছয় বছর আগে অর্থাৎ ২০১৬ সালে এ হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ।
প্রথম আলো
দারিদ্র্য কমেছে, বৈষম্য বেড়েছে
বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে এখন অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ছয় বছর আগে যা ছিল ১২ দশমিক ৯ শতাংশ। শহরের চেয়ে গ্রামে দারিদ্র্য বেশি। গ্রামে এখন দারিদ্র্যের হার সাড়ে ২০ শতাংশ, শহরে এই হার ১৪ দশমিক ৭ শতাংশ।
এক সময় টাকা নগদ তুলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে জমা করতে হতো। কারণ,এক ব্যাংকের চেক অন্য ব্যাংক গ্রহণ করত না। পরে চেক গ্রহণ করলেও সেই টাকা জমা হতে বেশ কয়েক দিন সময় লেগে যেত।
প্রথম আলো
দেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে স্মার্ট লেনদেন
নতুন প্রজন্মের কাছে এসব সাজানো গল্প মনে হতে পারে। তবে বাস্তবতা হলো আর্থিক লেনদেনে প্রযুক্তির ব্যবহারের ফলে এসব এখন অনেক কিছুই ইতিহাসের অংশ।
করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যা বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
যুগান্তর
মন্দা অর্থনীতিতে উৎসবের আমেজ
মন্দা কাটিয়ে রমজান, পহেলা বৈশাখ এবং ঈদের কারণে চাঙা হয়ে উঠেছে অর্থনীতি। মার্চে রেমিট্যান্স (প্রবাসী আয়) ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মন্দা কাটিয়ে রমজান, পহেলা বৈশাখ এবং ঈদের কারণে চাঙা হয়ে উঠেছে অর্থনীতি। মার্চে রেমিট্যান্স (প্রবাসী আয়) ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
আরও পড়ুন >>> কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
চলতি অর্থবছরের (২০২২-২৩) জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল সরকার। ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম আট মাসে এর বাস্তবায়ন সম্ভব হয়েছে প্রায় ৩৮ শতাংশ। একই সময়ে রাজস্বও আহরণ হয়েছে লক্ষ্যের অনেক কম।
বণিক বার্তা
সরকারের রাজস্ব ও কেন্দ্রীয় ব্যাংকের ডলারের চাপ কমেনি
প্রথম আট মাস শেষে দেশের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) ঘাটতি দাঁড়িয়েছে রেকর্ড প্রায় ৭৯৫ কোটি ডলারে। ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির অর্থ হাতে পাওয়ার পরও রিজার্ভ নিয়ে চাপ কমেনি কেন্দ্রীয় ব্যাংকের।
উচ্চফলনশীল, আবার আগাম উঠে যায়—এ দুই কারণে হাওরাঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ব্রি ধান ২৮। আর যেসব এলাকায় বোরোর পর রোপা আমন কিংবা এক ফসলি হিসেবে শুধু বোরো চাষ হয়, সেসব জমির জন্য ব্রি ২৯ জাতটি জনপ্রিয়তা পায়।
বণিক বার্তা
কৃষকের উদ্বেগ বাড়াচ্ছে ব্রি ২৮ ও ২৯ ধান
দেশের খাদ্যনিরাপত্তায় প্রায় তিন দশক ধরে অর্থাৎ ১৯৯৪ সাল থেকে বড় অবদান রাখছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জাত দুটি। এরপর আরও অনেক ধান স্বীকৃতি পায়, কিন্তু কোনোটিই এ দুটির মতো দীর্ঘমেয়াদে টিকতে পারেনি। সম্প্রতি ব্রি ২৮ ও ২৯ ধানও তার কার্যকারিতা হারাচ্ছে, আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগবালাইয়ে।
এছাড়া বড় মনির দাপটে মালিকরা অসহায়; উৎসবের কেনাকাটায় কাটছাঁট; ধারাবাহিক মূল্যায়নে অনীহা ৬৬ শতাংশ শিক্ষকের সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।