নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব অনাথ শিশুদের ঈদকে আনন্দময় করে তুলতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছিল তাদের অন্যতম সেবামূলক কর্মসূচি 'ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩'।

গত বুধবার (১২ এপ্রিল) এ কর্মসূচির আয়োজন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর তারা ঢাকার মিরপুরে অবস্থিত নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অবস্থানরত সুবিধাবঞ্চিত এবং অনাথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করেছেন। ইফতার বিতরণ শেষে সেই শিশুদের হাতে নতুন ৪০০ প্যাকেট ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও সেখানে শিশুদের জন্য কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্লাবের মেম্বাররা সেই অনাথ বাচ্চাদের কিছু আনন্দদায়ক মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাদের সঙ্গে একদিন সময় কাটিয়েছেন এবং ইফতার করেছেন বলে জানা যায়। পবিত্র রমজান মাসে সেই অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে ক্লাব মেম্বারদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। 

রমজান মাসে এমন অসাধারণ উদ্যোগ নেওয়ার বিষয়ে ক্লাবের প্রেসিডেন্ট কৌশিক মাহমুদ বলেন, আমাদের দেশে অনেক অনাথ শিশু রয়েছে যাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। ঈদের আনন্দ থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সেই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আমেজ বাড়াতেই আমাদের এই বিশেষ উদ্যোগ। ইফতার সামগ্রী এবং ঈদের জন্য নতুন পোশাক পেয়ে সবার মুখে যে অমূল্য হাসি আমরা দেখতে পেয়েছি- সেই হাসির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

জেডএস