নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দোকান ছিল সজিব মিয়ার। তিনি বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যবসায়ীর দোকানও।

এ প্রতিবেদককে তিনি বলেন, গতকাল শুক্রবার কাস্টমারের চাপ বেশি ছিল। বেচাবিক্রি শেষ করে আজকের জন্য নতুন মাল গুছানো ও দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাত ৩ টা বাসায় যায়। এর কিছুক্ষণ পরই শুনি আগুন।

এ সময়ের মধ্যে আমার দোকানে কেমনে আগুন লাগলো? প্রশ্ন রাখেন এ ব্যবসায়ী।

সজিব মিয়া বলেন, ছয় মাস আগে দেশের জমি বিক্রি করে দোকানটি নিয়েছি। এখন আমি পথে বসে গেলাম। গতকাল নতুন করে ২ লাখ টাকার মাল উঠিয়েছি। আগুন লাগার পর আজকে একটা মালও বের করতে পারি নাই। কিছু নাই আমার সব শেষ হয়ে গেছে।

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার ছিল, কাস্টমারও অনেক বেশি ছিল। রাত তিনটা পর্যন্ত আমরা কাজ করেছি, দোকান পরিষ্কার করেছি। কাস্টমার ছিল না, তখন কেউ ছিল না। দোকানে কেমনে আগুন লাগল?

শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটে রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এরপর ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে।

এনএম/এমজে