স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর সিএমপি
চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২১ মার্চ) চট্টগ্রাম নগরের সিআরবিতে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মুহাম্মদ তানভীর। তিনি বলেন, মানুষকে সচেতন করতে কাজ করে যাবে পুলিশ। মাস্ক পরা ও হাত ধোয়ার মতো ছোট বিষয়গুলো মেনে নিতে পারলে করোনা মোকাবিলা সম্ভব।
বিজ্ঞাপন
সিএমপি কমিশনার বলেন, সবাই মিলে যদি আমরা নিরাপদ হই, তবেই বাংলাদেশ নিরাপদ হবে। নগরের প্রতিটি ইউনিটের পুলিশ মাস্ক পরার প্রচারণা চালাবে। যাদের মাস্ক নেই, তাদের মাস্ক দেওয়া হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনে কঠোর হওয়ার কথাও জানান তিনি।
বিজ্ঞাপন
শত স্পটে লাখ মাস্ক বিলি
চট্টগ্রামে একশটি স্পটে এক লাখ মাস্ক বিলির উদ্যোগ নিয়েছে ডবলমুরিং থানা পুলিশ। জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এসব মাস্ক বিলি করা হচ্ছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক করোনা প্রতিরোধে সবচেয়ে সহজ সমাধান। মানুষ এবং করোনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে মাস্ক। তাই মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে আমরা একশটি স্পটে এক লাখ মাস্ক বিলি করার উদ্যোগ নিয়েছি।
এদিকে, সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় (২০ মার্চ) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। ৯১০টি নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪১ জন।
কেএম/আরএইচ