ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আমরা যদি ঠিকমতো চলতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলে সাধারণভাবেই মানুষ মনে রাখবে। কর্ম দিয়েই মানুষের পরিচয়। এখানে আমি মন্ত্রী হিসেবে এসেছি, এটি আমার স্থায়ী চাকরি নয়।

রোববার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস-এর পক্ষ থেকে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভূমি মন্ত্রণালয়কে ডিজিটাইজেশন করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছেন তিনি। 

মন্ত্রী বলেন, আমি সারাজীবন মন্ত্রী থাকব না। কিন্তু আমার এই সময়টাতে কতটুকু ভালো কাজ করতে পারলাম, এটিই আসল কথা। কী করেছি এবং কতটুকু ভালো কাজ করেছি, এগুলো কিন্তু মানুষ একসময় বলবে। 

তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করেছি। অটোমেশন করছি, অনেক কাজও বর্তমানে চলছে। আমাদের অনেক পরিকল্পনা চলমান। আমরা যা করছি প্রত্যেকটা কাজই সাসটেইনেবল (দীর্ঘস্থায়ী)।

সম্মাননার বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মন্ত্রী বলেন, এই সম্মানে ভূষিত হওয়ায় আমি বাকরুদ্ধ। আমি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসকে ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মাননা আমার জন্য প্রেরণাদায়ক। এটি শুধু আমার অর্জন নয়, পুরো মন্ত্রণালয়ের, প্রধানমন্ত্রীর অর্জন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ সম্মাননা পাওয়া সত্যিই বিশেষ কিছু। 

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস-এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট রাওমান স্মিতা। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনের প্রধান ড. দিবাকর সুকুল।

এসএইচআর/আরএইচ/এমএমজে