বইমেলায় তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবক সিমরান
বইমেলায় তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সিমরান। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘হুইল চেয়ার সেবা’র হয়ে কাজ করছেন তিনি। রোববার (২১ মার্চ) বইমেলার চতুর্থ দিনে তাকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা যায়।
এ সময় তিনি ঢাকা পোস্টকে বলেন, যখন আমি জেনেছি সুইচ বাংলাদেশ মানুষের সেবায় এ উদ্যোগ নিয়েছে তখন আমি স্বেচ্ছায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। মানুষের পাশে থাকা আমাদের সবার কর্তব্য। আমি চাই মানুষের সেবা করতে। অক্ষম ব্যক্তিদের আমি মেলা পরিদর্শন করাব।
বিজ্ঞাপন
বইমেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে কেমন লাগছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খুবই ভালো লাগছে। মেলা যতদিন আছে, কাজ করে যাওয়ার চেষ্টা করব।
ট্রান্সজেন্ডার নারীকে কাজে যুক্ত করার বিষয়ে সুইচ বাংলাদেশের প্রধান সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, উনি (সিমরান) টাকা কালেকশন করছিলেন, তখন উনার সঙ্গে আলোচনা হলো। তিনি আমাদের জানান যে, এ পেশাটা ছেড়ে দিতে চান, স্বাভাবিক জীবন যাপন করতে চান। উনার কথা আমাদের ভালো লাগল। তারপর উনাকে অফিসে ডাকলাম। পরে বিস্তারিত কথা বলে আমাদের বর্তমান প্রজেক্ট হুইল চেয়ার সেবায় তাকে যুক্ত করলাম।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী ও হেঁটে চলাফেরা করতে অক্ষম ব্যক্তিদের জন্য আজ (রোববার) হুইল চেয়ার সেবা উদ্বোধন করে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। এ সেবার অংশ হিসেবে প্রতিদিন মেলার দুই প্রান্ত টিএসসি ও দোয়েল চত্বরে ২০টি হুইল চেয়ার থাকবে।
এইচআর/আরএইচ