মিরপুরে ফার্নিচারের গোডাউনে আগুন
রাজধানীর মিরপুর-১০ নাম্বারের পূর্ব মনিপুরের একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২১ মার্চ) বিকেল ৫টায় গোডাউনটিতে আগুন লাগে। আর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
বিজ্ঞাপন
লিমা খানম বলেন, আমরা আজ বিকেল ৫টায় মিরপুর-১০ নাম্বারের পূর্ব মনিপুরের একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ফোন পাই। পরে মিরপুর-২ নাম্বার ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা কিছু ফার্নিচার ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে প্রতিটি অগ্নিকাণ্ডের পর আমাদের একটি তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞাপন
এমএসি/জেডএস