বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ মোল্লা। 

অন্যদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. জয়নাল আবেদীন। 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য পদে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান।

পৃথক প্রজ্ঞাপনে পিআরএল ভোগরত গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা এ এফ এম হায়াতুল্লাহকে দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা এ এফ এম হায়াতুল্লাহকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এসএইচআর/এনএফ