চার উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের (উপ-সচিব) উপ-পরিচালক মো. বাকাহীদ হোসেনকে ঢাকার দিয়ারার জোনাল সেটেলমেন্ট অফিসার, ঠাকুরগাঁও জেলা পরিষদের সচিব (উপ-সচিব) ড. মো. সাইফুল আলমকে নোয়াখালীর জোনাল সেটেলমেন্ট অফিসার পদে বদলি করা হয়েছে

অন্যদিকে, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মো. ওবায়দুর রহমানকে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসার এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (ময়মনসিংহ)  উপ-পরিচালক জন কেনেডি জাম্বিলকে ময়মনসিংহের জোনাল সেটেলমেন্ট অফিসার পদে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মো. গিয়াস উদ্দিনকে আগামী ২৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এ মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির এক প্রজ্ঞাপনে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মো. গিয়াস উদ্দিনকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত যোগদান করেননি। তিনি আগামী ২৫ মার্চের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৫ মার্চ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

এসএইচআর/এফআর