করোনা মোকাবিলায় চট্টগ্রাম জেলা ও সিটি করপোরেশন এলাকায় কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল ও রেস্টুরেন্টে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি সীমিত করার নির্দেশ দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়। 

রোববার (২১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোমিনুর রহমানের সই করা আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলায় সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা প্রতিপালন, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ শর্তসমূহ মেনে কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্রে সামাজিক/সাংস্কৃতিক/ধর্মীয়/রাজনৈতিক ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

কমিউনিটি সেন্টারে অতিথিদের বসার ধারণক্ষমতার চার ভাগের এক ভাগের বেশি অতিথিদের বসার ব্যবস্থা করা যাবে না। ১০০ জনের অধিক উপস্থিতি নিরুৎসাহিত করা হলো। করোনা ঝুঁকি এড়াতে অতিথিদের প্রবেশের পূর্বে তাপমাত্রা পরীক্ষা করা, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত পরিষ্কারসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে যথাযথ শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে (ন্যূনতম তিন ফুট)। অতিথিদের অবশ্যই মাস্ক পরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ করতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় আমন্ত্রিত অতিথিদের কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। 

শর্তসমূহ পালনে ব্যর্থ হলে মোবাইল কোর্ট পরিচালনাসহ অতিথি নিয়ন্ত্রণ আইন, ১৯৮৪, দণ্ডবিধি আইন, ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিধানমতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এদিকে রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে সমুদ্র সৈকত, পার্ক, বিনোদনকেন্দ্র ও অন্যান্য দর্শনীয় স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।  

কেএম/আরএইচ