কেউ বলছে রেলের নতুন দিন শুরু আবার কেউ বলছে বিপ্লব ঘটেছে। আবার রেল কর্তৃপক্ষ বলছে, নতুন সিস্টেম শতভাগ কার্যকর করায় মানুষজনও সচেতন হয়েছেন।

নতুন নিয়মে (শতভাগ টিকিট অনলাইন, এনআইডি যার টিকিট তার, তিন স্তরের চেকিং ইত্যাদি) গত ১৭ এপ্রিল সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। ওইদিন থেকে তিন দফা চেকিংয়ের মাধ্যমে শুধুমাত্র টিকিটধারী যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যার ফলে টিকিটের বাইরে কোনও মানুষ প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেনি। কিন্তু এরমধ্যেও মাত্র ৪ জন মানুষ ভ্রামমাণ আদালতের আওতায় এসেছেন, অর্থাৎ নিয়ম ভাঙার কারণে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ও ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. সফি উল্লাহ।

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের দ্বিতীয় চেক পোস্টের সামনে ভ্রামমাণ আদালত পরিচালনা করে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে এক লক্ষাধিক যাত্রী ঢাকা স্টেশন ব্যবহার করে ট্রেনে চড়ে গন্তেব্যে গিয়েছে। এরমধ্যে মাত্র ৪ জন মানুষ ভ্রাম্যমাণ আদালতের আওতায় জরিমানা করা হয়েছে।

মো. সফি উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, গত ২ দিনে টিকিট ছাড়া মানুষ খুবই কম এসেছে। জনগণ এখন অনেক সচেতন। তারা টিকিট ছাড়া এলে তাদের স্ট্যান্ডিং টিকিট করে দেওয়া হচ্ছে। যারা স্ট্যান্ডিং টিকিট নিচ্ছেন না এবং নিজের আইডি দিয়ে টিকিট কাটা না, তাদের আমরা আইনের আওতায় আনছি। এর পরিমাণ খুবই কম। আমরা তিন দিনে (আজ দুপুর পর্যন্ত) মাত্র ৪ জনকে পেয়েছি। তাদের ২০০ টাকা করে জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে।

এমএইচএন/এসএম