শাহজাদপুরে বাসের ধাক্কায় ডিপিডিসির প্রকৌশলী নিহত
নিহত মো. সদরুল হক/ ছবি : সংগৃহীত
রাজধানী গুলশানের শাহজাদপুরে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় মো. সদরুল হক (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত সদরুল হক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
তাকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রীর বড় ভাই মো. মামুনুর রশিদ জানান, সদরুল ভারতের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য আজ বিকেলে যমুনা ফিউচার পার্কের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে মোটরসাইকেল নিয়ে শাহজাদপুর এলাকায় আসলে পেছন থেকে ভিক্টোর পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ওই গাড়িটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, সদরুল খিলগাঁও ডিপিডিসির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায়। তিনি ওই এলাকার মো. জাহেদুল হকের ছেলে।
বিজ্ঞাপন
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, এ ঘটনায় ভিক্টর পরিবহনের চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হবে।
এসএএ/এসকেডি