যত ক্ষমতাবানই হোক না কেন, খাল বা মাঠের জায়গা কেউ দখল করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২২ মার্চ) উত্তরা-৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে 'রাজনীতির মহাকবি প্রদর্শনী'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, আমরা কয়েকদিন আগে উত্তরার খিদির খালে গিয়েছিলাম, দেখলাম খালটি দখল করে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও এলাকাবাসীকে নিয়ে আমরা বুলডোজার দিয়ে ভবনটি ভেঙ্গে দিয়েছি।

তিনি বলেন, খিদির খাল উদ্ধারের সময় স্থানীয় এলাকাবাসী, জনগণের সম্পৃক্ততা দেখেছি, তা থেকেই বলতে চাই আমাদের কোনো খালের জায়গা কেউ দখল করতে পারবে না। কেউ কোনো মাঠ দখল করতে পারবে না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠ, খাল সবগুলোই ফিরিয়ে দিতে চাই।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, আগামী প্রজন্মের কাজে একটি বার্তা দিতে চাই, লাল-সবুজের পতাকার পেছনে যে মানুষটি আছেন, যে মহাকবি আছেন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের কাজ আমরা শুরু করেছি। এই ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ‘রাজনীতির মহাকবি’ শিরোনামে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, আদর্শ, দর্শন, রাষ্ট্রচিন্তা ও ছয় দফার ওপর এক চিত্র প্রদর্শনী আজ থেকে শুরু হলো। এটি সবসময় খোলা থাকবে, তরুণ প্রজন্মসহ সবাই এই আয়োজন ঘুরে দেখে অনেক কিছু শিখতে, জানতে পারবে বলে আমরা আশা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহম্মাদ হাবিব হাসান, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

এএসএস/জেডএস