মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ডে আহত ২ ফায়ার ফাইটার ঢামেকে
রাব্বি হাসানকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে
রাজধানীর মতিঝিলে পাটকল করপোরেশন ভবনের সাততলায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত দুই ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তারা হলেন, সাখাওয়াত হোসেন (২১) ও রাব্বি হাসান (২২)।
রাব্বি হাসানকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে সাখাওয়াত হোসেন জরুরি বিভাগেই চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আদমজী কোর্ট ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের সঙ্গে আসা সহকর্মী ফায়ার ফাইটার মো. শাওন হোসেন ঢাকা পোস্টকে বলেন, মতিঝিলের বহুতল ভবনে আগুন নেভানোর কাজ করছিলেন সাখাওয়াত ও রাব্বি। এক পর্যায়ে আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেকে নিয়ে আসা হয়। সাখাওয়াত ঢামেকের জরুরি বিভাগে রয়েছেন। রাব্বির অবস্থা অধিক গুরুতর হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান আমাদের কয়েকজন সহকর্মী।
আরএইচ
বিজ্ঞাপন