ডিএমপির হাজারীবাগ থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মু আহাদ আলীকে পদায়ন করা হয়েছে।
শনিবার ডিএমপির পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে মু আহাদ আলীকে রমনা জোনের হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ হিসাবে বদলি /পদায়ন করা হলো।
এর আগে মু আহাদ আলী পুলিশ পরিদর্শক (তদন্ত) পল্লবী থানা থেকে তাকে হাতিরঝিল থানায় বদলির আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ