চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট বাজার থেকে ২১ হাজার ২৬৫ পিস ইয়াবা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত শ্যামলী পরিবহনের একটি বাসও জব্দ করা হয়।  

সোমবার (২২ মার্চ) র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে যে, একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছে। পরে রোববার রাত একটার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু হয়।

শ্যামলী পরিবহনের একটি গাড়ি থামিয়ে চালক ও ইঞ্জিন কভারের ওপর বসে থাকা দুজনকে মাদকদ্রব্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব সদস্যরা। পরে ড্রাইভিং সিটের পেছনে রাখা একটি ফলের ক্যারেট থেকে টেপ ও কাগজে মোড়ানো অবস্থায় ২১ হাজার ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন গাড়ির চালক এরশাদুল (৩৬), দুই যাত্রী মো. আলী (৪০) ও কামাল উদ্দিন (২৮)। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৪ লাখ টাকা। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-১৯২৩) জব্দ করা হয়। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করছিলেন। 

কেএম/আরএইচ