মাদকসেবন ও বিক্রির অভিযোগে গ্রেফতার ৪২
রাজধানীতে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৩ মার্চ) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, গ্রেফতার হওয়াদের কাছ থেকে ১১ হাজার ৮৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯১ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।
এআর/এমএইচএস
বিজ্ঞাপন