রাজধানীতে ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস
অবৈধ ও বকেয়া সংযোগের বিরুদ্ধে রাজধানীতে ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
মঙ্গলবার (৯ মে) তিতাস মেট্রো ঢাকা রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. রশিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিজ্ঞাপন
তিতাস কর্তৃপক্ষ জানায়, পল্টন, মতিঝিল ও পুরান ঢাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযানে মোট ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে বকেয়ার কারণে ৫৩টি ও অবৈধ কার্যকলাপের জন্য সাতটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিল খেলাপি ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে।
ওএফএ/কেএ
বিজ্ঞাপন