আলুর বস্তায় পাওয়া গেল ২৩০০ পিস নিষিদ্ধ মরফিন
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে আলুর বস্তার ভেতর থেকে ২৩০০ পিস নিষিদ্ধ মরফিন (অপিওয়েড) জাতীয় মাদক বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম মো. শাহজাদা (৩০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার শ্যামপুরের বাসিন্দা।
বিজ্ঞাপন
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মিরপুর রোডের একটি ফার্মেসির সামনে অভিযান পরিচালনা করে শাহজাদাকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা ২৩০০ পিস নিষিদ্ধ মরফিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরাকারবারীরা পাশ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে এ মাদক দেশের অভ্যন্তরে নিয়ে আসে। পরবর্তীতে তাদের অন্যান্য সহযোগীরা এই মাদক ছোট ছোট লটে ভাগ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।
তিনি জানান, বুপ্রেনরফিন ইনজেকশন পৃথিবীর অল্প কয়েকটি দেশে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তবে বাংলাদেশসহ বিশ্বের বেশির ভাগ দেশেই এটি নিষিদ্ধ। কয়েকটি দেশ এ ওষুধটিকে জীবজন্তুর চিকিৎসায় ব্যবহার করে। বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এটিকে ‘এ’ শ্রেণীর মাদক হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। বাংলাদেশে অন্যান্য মাদকের অপ্রতুলতার কারণে বর্তমানে মাদক সেবনকারীরা এটিকে হেরোইন, কোকেনসহ বিভিন্ন মাদকের বিকল্প হিসেবে ব্যবহার শুরু করে। তাই এর চাহিদা বেড়েছে। গ্রেফতার শাহজাদার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করছে র্যাব।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি