সৌদি যাত্রীর ব্যাগে মিলল ১৪১৫ পিস ইয়াবা
ইয়াবাসহ আটক হওয়া ওই যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে এক হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক)।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দর দিয়ে সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যাত্রী বিমানবন্দরে প্রবেশের পর তার নিরাপত্তা স্ক্রিনিং করা হয়। এ সময় তার ব্যাগ থেকে এক হাজার ৪১৫টি ইয়াবা পাওয়া যায়।
বিজ্ঞাপন
আটকের নাম তৌহিদ আলম। রাতে একটি ফ্লাইটে তার সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান পরিচালক।
বিজ্ঞাপন
এআর/এফআর