রাজধানীর সবুজবাগে বাসা ভাড়া নিতে এসে জুসের সঙ্গে মিশিয়ে বিষ খাইয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। মূলত গলায় থাকা সোনার চেইন, কানের দুল, চুড়ি ও নগদ টাকা হাতিয়ে নিতেই ওই নারীকে বিষ পান করায় প্রতারক চক্রটি।

সোমবার (৬ মে) সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১০ মে) সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার ঢাকা পোস্টকে বলেন, গত সোমবার বাসা ভাড়া নেওয়ার জন্য দুই নারী হাসিনা বেগমের সঙ্গে এসে কথা বলেন। হাসিনা বেগম ওই নারীদের কাছে সাত হাজার টাকা ভাড়া চান। এসময় ওই দুই নারী ৫০০ টাকা বাসা ভাড়া বাবদ অ্যাডভান্স করেন। পরদিন মঙ্গলবার (৯ মে ) আবারও ওই বাসায় দুই নারী ও এক পুরুষ আসেন। এসময় তারা বেলের জুস, মাথায় দেওয়ার মেহেদী ও বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসেন। পরে হাসিনা বেগমকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে অচেতন করে। সেসময় তার গলায় থাকা সোনার চেইন, কানের দুল, চুড়ি ও নগদ টাকা নিয়ে যায় ওই চক্রটি।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম মারা যান।

উপ-পরিদর্শক আজমিন নাহার বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার দুই নম্বর রোডের ২৯৮ নম্বর বাসাটি হাসিনা বেগমদের নিজের বাসা।

এসএএ/কেএ