মাইক্রোবাসে করে অভিনব কায়দায় ছাগল চুরির অভিযোগে একটি চক্রকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়। চক্রটির কাছ থেকে মাইক্রোবাসটি আটক ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টায় দিনাজপুরের কোতোয়ালি থানাধীন উপশহর থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, নারীসহ কয়েক ব্যক্তি সাদা রঙের মাইক্রোবাসে কয়েকটি ছাগল তুলে নিয়ে পালাচ্ছেন। এলাকাবাসী মাইক্রোবাসটিকে ধাওয়া করছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ দিনাজপুরের কোতোয়ালি থানাকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

দিনাজপুরের কোতোয়ালি থানার এ এস আই মাইদুল ৯৯৯-কে জানান, এলাকাবাসীর সহযোগিতায় একটি সাদা মাইক্রোবাস আটক করা হয়েছে। পাশাপাশি দুটি ছাগল উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন, সাজু মিয়া (৩০), মিলন (৩২), মশিউর (৩২) ও মাকসুদা (২৭)। অভিযুক্ত মশিউর ও মাকসুদা স্বামী-স্ত্রী বলে জানা যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
এমএসি/আরএইচ