উখিয়া সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
উখিয়া সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া সমুদ্র সৈকতে ইকোফিশ প্রকল্পের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় মৎস্যজীবী, যুব প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিস এবং ইকোফিশের কর্মকর্তা ও এর সহযোগী সংস্থার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দুই ঘণ্টার পরিচ্ছন্নতা কর্মসূচিতে ৪০ জন অংশগ্রহণকারী সৈকতের প্রায় ২ কিলোমিটার এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, পরিত্যক্ত ও ছেঁড়া জাল, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারকেলের খোসাসহ প্রায় ১০০ কেজি বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
ইউএসএআইডির অর্থায়নে মৎস্য অধিদফতরের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ কার্যক্রমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী আরিফুর রহমান বলেন, স্থানীয় যুব সমাজ ও জেলেদের সঙ্গে নিয়ে প্রতি মাসেই আমরা সমুদ্র সৈকত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।
বিজ্ঞাপন
জেলে প্রতিনিধি মো. বেলাল বলেন, ইকোফিশের মাধ্যমে আমরা জেলেরা সৈকত পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা এখন থেকে সাগরে প্লাস্টিক বর্জ্য ও ছেঁড়া জাল ফেলব না।
আরএইচ