বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দেওয়ায় লন্ডনে এক ব্যক্তির কারাদণ্ড
মুন্না হামজা
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালানোয় যুক্তরাজ্যের লন্ডনে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
দক্ষিণ লন্ডনের বসবাসকারী মুন্না হামজাকে (৫০) উলউইচ ক্রাউন আদালত শুক্রবার (১৯ মার্চ) সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়ায় তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালানোয় ২০১৮ সালের জুলাই মাসে হামজাকে গ্রেফতার করা হয়। এরপর দেশটির কাউন্টার টেররিজম কর্মকর্তারা একটি তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে পাঁচটি পোস্ট শনাক্ত করেছিল। এসব পোস্টে হামজা বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উৎসাহ দিয়েছিলেন।
হামজাকে গ্রেফতারের পর তার কম্পিউটার, মোবাইল ফোন ও মেমোরি ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছিল। তিনি এসব পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছিলেন।
বিজ্ঞাপন
কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান কমান্ডার রিচার্ড স্মিথ বলেন, হামজার ক্ষতিকর ও চরমপন্থি পোস্টের ব্যাপারে জানানো ব্যক্তিদের ধন্যবাদ। এর ফলে আমরা তাকে আরও উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত রাখতে পেরেছি। অন্যথায় তা আমাদের জন্য বিপর্যয়কর অবস্থা নিয়ে আসতে পারত।
তিনি বলেন, আমি আশা করছি এই মামলার রায় চরমপন্থি প্রচারণা চালানো ব্যক্তিদের বার্তা দেবে। যদি কেউ অনলাইনে উস্কানিমূলক প্রচারণা চালায় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।
ওএফ/এমএমজে