৩ ফিট দূরত্ব রেখে বসবেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা
আগামী ২ এপ্রিল অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করবেন। তিন ফিট দূরত্ব রেখে আসনে বসবেন তারা। বুধবার সচিবালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩ ফিট দূরত্ব রেখে পরীক্ষার্থীরা বসবে। সবাইকে মাস্ক পরতে হবে, সেখানে স্যানিটাইজার থাকবে। ভেন্যুতে অন্য কাউকে ঢুকতে দেবো না, অভিভাবকরা যাতে ভালো অবস্থায় থাকতে পারে সে বিষয়গুলো আমরা নজরে এনেছি।
বিজ্ঞাপন
এমবিবিএস ভর্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর আমরা পরীক্ষাটি নিচ্ছি। এবার ১ লাখ ২২ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। সারা দেশে ৫৫টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি, প্রয়োজন হলে কেন্দ্র বৃদ্ধি করা হবে।
গুজব প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর কাছে বলেছি, যাতে গুজব না ছড়াতে পারে। তারা বলেছে সর্বোচ্চ চেষ্টা করবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে। আমরা মনিটরিং সেল গঠন করেছি। কোনো সমস্যা দেখা দিলে সেলে যোগাযোগ করা যাবে এবং তারা সার্বিক ব্যবস্থা নেবে। কোচিং সেন্টার বন্ধ করা হবে এবং কোনো ফটোকপি মেশিন কেন্দ্রের আশপাশে থাকতে পারবে না। তাহলে আমরা সুন্দরভাবে পরীক্ষা নিতে পারবো, সফলতার সাথে নিতে পারবো।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, সুন্দরভাবে সব স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করবো। পরীক্ষা কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটও থাকবেন এবং তারা সার্বিক বিষয়গুলো দেখবে। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা।
এসএইচআর/এনএফ