দেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া কসমেটিকস বা প্রসাধনী পণ্য বিক্রি করার অপরাধে লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ মে) রাজধানীর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম-এর ছাড়পত্র লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার করে শ্যাম্পু, সাবান, স্কিন ক্রিম বিক্রি ও বাজারজাত করার অপরাধে রাজধানী পশ্চিম পান্থপথ কলাবাগানের লাজ ফার্মার শাখাকে এ জরিমানা করা হয়েছে।

এছাড়া একই এলাকায় অবস্থিত ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানকে জনসচেতনতামূলক পরামর্শ, বিএসটিআই-এর লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা টিমে প্রসিকিউটর হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির মাঠ কর্মকর্তা মো. রেজানুর রহমান সরকার এবং পরিদর্শক ডিএমআই (মেট্রোলজি) মো. শাহরিয়ার হোসেন।

এসআই/জেডএস