হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম
মাওলানা নূরুল ইসলাম/ ছবি সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম।
শনিবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ ডিসেম্বর হেফাজতের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়।
বিজ্ঞাপন
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে নূরুল ইসলামকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়।
নূরুল ইসলাম এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটির কথাও জানানো হয়। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
এএইচআর/এফআর