আবদুল কাদেরের মৃত্যুতে মন্ত্রিপরিষদের শোক
অভিনেতা আবদুল কাদেরের ফাইল ছবি
অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) পৃথক বার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন শোক জানান।
বিজ্ঞাপন
এছাড়া আবদুল কাদেরের মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় মন্ত্রিপরিষদের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে আব্দুল কাদেরকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সেদিন বিমানবন্দর থেকেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
এসএইচআর/এমএইচএস