সংগৃহীত ছবি

করোনার কারণে ৪০ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশে বেশ বিলম্ব হচ্ছে। তবে আগামী জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ ব্যাপারে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, করোনার কারণে খাতা মূল্যায়নে একটু সমস্যা হয়েছে। সেটা অনেকটা কাটিয়ে ওঠা গেছে। আগামী জানুয়ারির মধ্যে ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য কর্মকর্তারা ছুটির দিনও কাজ করছেন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনেক খাতায় দুই পরীক্ষকের দেয়া নম্বরে অপেক্ষাকৃত বেশি ব্যবধান দেখা গেছে। তাই খাতা তৃতীয় পরীক্ষকের কাছে দেয়া হয়েছে। সে কারণে ফল প্রকাশ করতে দেরি হচ্ছে।

৪০ তম বিসিএসে মোট ৪ লাখ ৯৬৩ জন প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৩৪ হাজার ৩৮ জন। এরমধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উর্ত্তীণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনএম/এইচকে