ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন উপলক্ষ্যে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা। নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন উপলক্ষ্যে জননিরাপত্তা বিভাগ ইতোমধ্যেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী ১৫ নম্বর ওয়ার্ডে একটি মোবাইল ফোর্স, একটি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের তিনটি টিম ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, মোবাইল, স্ট্রাইকিং ফোর্স ভোটগ্রহণের দিন এবং পূর্ববর্তী দুদিন, পরবর্তী একদিনসহ মোট চারদিনের জন্য নিয়োজিত থাকবে।

এসআর/এসএম